• বন্যা পরবর্তী অবস্থা দেখতে আমতা ও উদয়নারায়ণপুরে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সাহায্যে হাওড়া, হুগলি সহ রাজ্যের পাঁচ জেলায় বন্যা নিয়ন্ত্রণের কাজ চলছে। আর এর মাঝেই বন্যায় দামোদরের বাঁধ ভেঙে ভালো ক্ষতি হয়েছে হাওড়া, হুগলি সহ প্রকল্পের অধীনে থাকা জেলাগুলিতে। তাই বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি প্রকল্পের অন্যান্য কাজ পরিদর্শন করতে বৃহস্পতিবার হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরে এসেছিল বিশ্ব ব্যাঙ্কের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাঙ্কের মিঃ হিউপ, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের ডেভিড জিনটিং সহ অন্যরা। সেচদপ্তর সূত্রে খবর হাওড়া জেলার পর প্রতিনিধি দলের সদস্যরা হুগলি জেলায় যাবেন। এই প্রতিনিধি দল কয়েকদিন রাজ্যে থাকবে এবং অন্যান্য জেলার কাজকর্মও খতিয়ে দেখবে। এদিন প্রতিনিধি দলের সদস্যরা উদয়নারায়ণপুরের ডিহিভুরশুট পয়েন্ট এবং আমতা ২ নং ব্লকের গাইঘাটা খালের উপর যে দু’টি জায়গায় নদী বাঁধের ক্ষতি হয়েছিল, সেই জায়গাগুলি ঘুরে দেখেন। পাশাপাশি বন্যা পরিস্থিতি এবং ভাঙনের কারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এরপর তাঁরা হুগলি যান। সেচদপ্তরের এক কর্তা জানান, আমরা প্রাথমিকভাবে বিষয়গুলি জানিয়েছি। এরপর তাঁরা সেচদপ্তরের আরও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। প্রসঙ্গত, চলতি বছরে ডিভিসির ছাড়া জলে বড় বন্যার কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বাদ যায়নি হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরও। 
  • Link to this news (বর্তমান)