• ৫০ কোটি টাকা ব্যয়ে সেজে উঠছে সাগর দত্ত হাসপাতাল, বাড়বে ২৫০ বেড
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর শহরতলি ও হাওড়ার মানুষের কাছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসার আসেন। এই হাসপাতালকে সুপার স্পেশালিটি করতে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করল রাজ্যের স্বাস্থ্যদপ্তর। নতুন সাত তলা কলেজ হোস্টেলের পাশাপাশি হাসপাতাল সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। এর ফলে নতুন করে আরও আড়াইশোর মতো শয্যা বৃদ্ধি পাবে। উপকৃত হবে উত্তর ২৪ পরগনা ও হাওড়া অঞ্চলের কয়েক লক্ষ মানুষ।


    ২০১১ সালে সাগর দত্ত মেডিক্যাল কলেজের পথচলা শুরু। তারপর ধাপে ধাপে পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। তারপর ক্রমশ বাড়ছে পড়ুয়ার সংখ্যা। ২০১৯ সাল থেকে স্নাতকোত্তরের বিভিন্ন বিভাগে পঠনপাঠন চালু হয়। কিন্তু সুপার স্পেশালিটির তকমা পেতে পর্যাপ্ত পরিকাঠামোর ঘাটতি রয়েই গিয়েছে। সে দিকে নজর রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।


    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আউটডোরের পাশেই তৈরি হচ্ছে সাত তলা নতুন হস্টেল। এছাড়া ন’তলা আলাদা ভবনও হচ্ছে। যেখানে স্নাতকোত্তরের পঠনপাঠনের পাশাপাশি ব্লাড ব্যাঙ্কের সম্প্রসারণ ও কার্ডিওলজি সুপার স্পেশালিটি বিভাগ হবে। এছাড়া ইনডোরের উপরে নতুন করে আরও এক তলা নির্মাণ হচ্ছে। ওই কাজে খরচ প্রায় ১৫ কোটি টাকা। পঞ্চাশ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ হলে আরও ২৫০ বেড বাড়বে। বর্তমানে রয়েছে ৬০০। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিকাঠামো বৃদ্ধি হলে স্নাতকোত্তরেও সিট সংখ্যা বাড়ানোর আবেদন করবে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, ‘নতুন হস্টেল সহ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়বে। স্নাতকোত্তরে সিটও বাড়ানো সম্ভব হবে। নানা বিভাগের সুপার স্পেশালিটি ইউনিট তৈরি হবে।’ 
  • Link to this news (বর্তমান)