• বকেয়া ভাতা নিয়ে ফের চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের ভাতা নিয়ে বিবাদ কিছুতেই মিটছে না। বৃহস্পতিবার একদল অস্থায়ী কর্মী পুরসভার অফিসে বকেয়া ভাতা মেটানোর দাবিতে বিক্ষোভ দেখান। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিনের বিক্ষোভে ছিলেন পুরসভার নিরাপত্তা রক্ষীরা। তাঁরা পুর অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তা দিয়ে থাকেন। অভিযোগ, তাঁরা গত দু’মাস ধরে ভাতা পাচ্ছেন না। এ নিয়ে পুরকর্তারা জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের ভাতা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের একাংশ ভাতা পেয়ে গিয়েছেন। যাঁরা বকেয়া রয়েছে, তাঁরাও দ্রুত পেয়ে যাবেন। প্রসঙ্গত, এবছরের শুরু থেকেই বকেয়া ভাতা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পুরকর্মীরা। তাতে বারবার পুর পরিষেবা বিপর্যস্ত হয়েছে। নভেম্বর মাসেও বকেয়া ভাতা নিয়ে পুরকর্মীদের সঙ্গে পুর প্রশাসনের বিরোধ হয়েছে।
  • Link to this news (বর্তমান)