• গলির মুখে ‘বিপজ্জনক মোড়’ চালকদের সতর্ক করতে বসছে বোর্ড
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গলির মুখ থেকে মূল রাস্তায় ওঠার সময় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। কিছুদিন আগে এক মহিলার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসল রাজপুর সোনারপুর পুরসভা ও সোনারপুর ট্রাফিক বিভাগ। এলাকার বেশ কিছু বিপজ্জনক মোড়, গলি ইত্যাদি চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা। গাড়ি চালকদের সতর্ক করতে সে’সব জায়গায় বসানো হচ্ছে বোর্ড। গোটা পুর এলাকায় এই কাজ শুরু হয়েছে। চেয়ারম্যান পল্লব দাস বলেন, পুলিসের সঙ্গে আলোচনা করে বিশেষ জায়গায় এমন সতর্কতামূলক বোর্ড বসানো হচ্ছে। গাড়ির গতি কমাতে স্কুল, হাসপাতালের সামনেও নেওয়া হবে নানা উদ্যোগ।


    কয়েক সপ্তাহ আগে সোনারপুর থানার কোদালিয়া শখেরবাজারে গলির মুখ থেকে মূল রাস্তায় ওঠার সময় সাইকেল থেকে পড়ে যান এক মহিলা। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাঁকে পিষে দেয়। এছাড়াও ওই রাস্তায় ছোটখাট দুর্ঘটনা লেগেই আছে। আবার রাজপুর শ্মশানের উল্টোদিকে গাজিপুর যাওয়ার রাস্তার মুখে রয়েছে বিপজ্জনক বাঁক। তাই এসব জায়গায় ওই বোর্ড বসিয়ে সতর্ক করা হচ্ছে চালকদের। হাসপাতাল ও স্কুলের সামনে স্পিড ব্রেকার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। যেসব রাস্তার দায়িত্বে পিডব্লুডি রয়েছে, তাদেরকেও এই বিষয় নিয়ে চিঠি দিয়েছে পুরসভা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)