• শুক্রবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ফেনজল, বাংলায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
    আজ তক | ২৯ নভেম্বর ২০২৪
  • Cyclone Fengal Updates: শুক্রবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ফেনজল। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। ৩০ নভেম্বর এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে। যদিও বাংলায় এর কোনও সরাসরি প্রভাব পড়বে না। যদিও জাঁকিয়ে শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। সর্বনিম্ন তাপমাত্রা কমার বদলে বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

    আবহাওয়া দফতর তাদের বুলেটিনে জানিয়েছে ২৯ ও ৩০ নভেম্বর তামিলনাড়ুতে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। ২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়ালসিমায় বৃষ্টি হবে। ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

    এদিকে, কলকাতায় তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার ও ১ ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়বে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে।
  • Link to this news (আজ তক)