• পূবালি বাতাসের জেরে শহরে শীতের আমেজে ভাটা পড়ল
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের আমেজে কিছুটা ভাটা পড়ল। শহরে বাড়ছে তাপমাত্রা। তাই আপাতত কয়েকদিন শীতের আমেজ থেকে বঞ্চিতই থাকবে শহরবাসী। বঙ্গোপসাগর থেকে কলকাতা ও উপকূল এলাকায় জলীয় বাষ্প সহ পূবালি বাতাস ঢুকছে। সেই কারণেই তাপমাত্রা বাড়ছে। উত্তুরে বাতাস ঢুকতে পারছে না কলকাতা সহ উপকূল এলাকায়। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। অপরদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
  • Link to this news (বর্তমান)