• পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু কলকাতায়, স্ত্রী এবং পুত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রতিবেশীদের
    আনন্দবাজার | ২৯ নভেম্বর ২০২৪
  • খাস কলকাতায় এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক থানা এলাকার নিউ টালিগঞ্জের বাড়ি থেকে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। তিনি আলিপুর থানায় কর্মরত ছিলেন। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, স্ত্রী এবং পুত্র ওই পুলিশকর্মীকে মারধর করতেন। মারধরের জেরেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। বেশ কিছু দিন ধরেই স্নায়ুরোগে ভুগছিলেন তিনি। হাঁটতে সমস্যা হচ্ছিল তাঁর। ফলে বেশ কিছু দিন ধরেই ছুটিতে ছিলেন তিনি। শঙ্করের চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় শঙ্করের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মারধরে অভিযুক্ত ওই পুলিশকর্মীর স্ত্রী-পুত্রকে গ্রেফতার করার দাবি জানিয়েছে উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে কী কারণে শঙ্করের মৃত্যু হয়েছে। সেই অনুযায়ী তদন্ত এগোবে।

  • Link to this news (আনন্দবাজার)