জয়ন্তী বনবস্তির বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা পাকা, নতুন জায়গা দেখে খুশি বাসিন্দারাও
বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির পর এবার জয়ন্তী বনবস্তির বাসিন্দাদেরও পুনর্বাসনের উদ্যোগ নিল বনদপ্তর। বনছায়ায় তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার জয়ন্তী বনবস্তি থেকে প্রায় ৫০০ জন বাসিন্দাকে প্রায় ৫টি বাসে চাপিয়ে কালচিনির ভাটপাড়া চা বাগানের কাছে বনছায়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে জায়গা দেখিয়ে তাঁদের ফিরিয়ে আনে বনদপ্তর। স্থানীয় সূত্রের খবর, বনছায়ায় সরকারি জমি দেখে পছন্দ হয়েছে জয়ন্তী বনবস্তির বাসিন্দাদেরও। এই জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ও পশ্চিম ডিভিশনের দুই উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা ও হরিকৃষ্ণান পিজে।
এই বনছায়া গ্রামটির নাম খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। আগেই এই গ্রামটিতে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ওই এলাকায় রাজ্য সরকারের পরিস্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ ও রাস্তা দেখে খুশি হয়েছেন জয়ন্তীর বাসিন্দারা। ফলে তাঁদেরকে ওই এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করতে কার্যত আর কোনও বাধা রইল না।