• পুলিসকর্মীর অস্বাভাবিক মৃত্যু! চাঞ্চল্য রিজেন্ট পার্ক থানা এলাকায়
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শহরে অস্বাভাবিক মৃত্যু খোদ পুলিস কর্মীর! আকস্মিক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল রিজেন্ট পার্ক থানা এলাকার নিউ টালিগঞ্জ রোডে। তবে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আলিপুর থানায় কর্মরত এএসআই শঙ্কর চট্টোপাধ্যায়। নার্ভের সমস্যায় ভুগছিলেন তিনি। ভালোভাবে হাঁটতে চলতেও পারতেন না। তাই চিকিৎসা করানোর জন্য ছুটি নিয়ে ছিলেন শঙ্করবাবু।


    স্থানীয়দের অভিযোগ, অসুস্থ শঙ্করবাবুকে মারধর করত তাঁর পরিবারের সদস্যরা। কিছুদিন আগেই রাস্তায় ফেলে মারধর করেছিল তাঁর ছেলে।  এরপরই আজ, শুক্রবার সকালে শঙ্করবাবুর মৃত্যু খবর পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, পরিবারের সদস্যদের অত্যাচারেই মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। শঙ্করবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (বর্তমান)