অশোক মান্না: নিষিদ্ধপল্লিতে যৌনকর্মীর রহস্য়মৃত্যু! খুনের অভিযোগে আটক ওই যৌনকর্মীর লিভ-ইন-পার্টনার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে। যৌনপল্লীর কর্মী এবং বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত আড়াইটা নাগাদ ওই যৌনকর্মীর সাথে তার লিভ-ইন পার্টনার ভিকি নামক ওই ছেলের ঝগড়া ও মারামারি হয়। যেহেতু ভিকির সঙ্গে মৃত ওই যৌনকর্মীর প্রায়শই ঝামেলা হতো সেই কারণে স্থানীয়রা রাতে কেউই আর বাইরে বেরোয়নি।
তার বেশ খানিকক্ষণ পর ভিকি নিজেই আশপাশের লোকজনদের ডাকে। বলে যে অপর্ণা নামে ওই যৌনকর্মী গলায় দড়ি দিয়েছে। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। স্থানীয়দের দাবি ভিকির মারধরের চোটেই অপর্ণার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিস। দেহ উদ্ধার করে বজবজ পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অপর্ণাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই বজবজ থানার পুলিস ভিকিকে আটক করে তাদের সঙ্গে নিয়ে যায়।
পাশাপাশি অপর্ণার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বজবজ থানার পুলিস। আনুমানিক ২২ বছর ধরে বজবজের নিষিদ্ধপল্লির কর্মী অপর্ণা। আদতে ক্যানিংয়ের বাসিন্দা ছিলেন অর্পণা। মৃত্যুর খবর পাওয়ার পর অপর্ণার পরিবারের লোকেরা সকালে এসে লিখিত অভিযোগ দায়ের করে ।