• রাতের অন্ধকারে হনুমান মূর্তি ভাঙার অভিযোগ, উত্তেজনা সিউড়িতে
    প্রতিদিন | ২৯ নভেম্বর ২০২৪
  • নন্দন দত্ত, সিউড়ি: রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে গ্রেপ্তার করেছে সেদেশের অর্ন্তবর্তী সরকার। যার জেরে উত্তাল ওপার বাংলা। আঁচ পড়েছে এপারেও। এর মধ্যেই সিউড়ি ২ নম্বরে ব্লকের ইন্দ্রগাছা মোড়ে একটি মন্দিরের হনুমান মূর্তি ভাঙার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি-বোলপুর রাস্তার ধারে ১০-১২ বছর আগে অস্থায়ীভাবে একটি হনুমান মন্দির গড়ে ওঠে। প্রতিদিন পুজোও হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কেউ বা কারা বজরংবলির মূর্তি ভাঙে। মন্দিরের পুরোহিত রাতে সেই ঘটনা জানতে পারলেও কাউকে জানাননি। শুক্রবার সকালে তিনি মন্দিরে গেলে বিষয়টি জানাজানি হয়। প্রবল উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। মন্দিরের পুরোহিত মনোজ দাস বলেন, “বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ খবর পাই। তবে কাউকে কিছু বলিনি। আজ সকালে মন্দিরে যাওয়ার পর সবাই বিষয়টি জানে।”

    বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘বীরভূমের সিউড়ি ২ ব্লকের ইন্দ্রগাছা মোড়ে বজরংবলির মূর্তি ভাঙা হয়েছে। আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে অনুরোধ করছি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।’ জেলা পুলিশের কর্তারা জানান, তারা বিষয়টির উপর নজর রাখছে। নতুন করে উত্তেজনা ছড়ায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।
  • Link to this news (প্রতিদিন)