স্থানীয় সূত্রে খবর, কামারহাটি পুরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে। এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েক জন। সেই দৃশ্য দেখে স্থানীয়েরা ছুটে এসে মহিলাকে কোনও ক্রমে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মহিলার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, মহিলা খড়দহের বাসিন্দা। বেলঘরিয়ায় বাজার করতে এসেছিলেন। আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর উপর হামলা চালান তাঁর স্বামী ও স্বামীর দুই বন্ধু। তাঁদের খোঁজে তল্লাশি চলছে এলাকায়। মহিলার অবস্থা এখনও আশঙ্কাজনক।