• এক ধাক্কায় বাড়ল আলুর দাম, কারণ বাংলার এই সিদ্ধান্ত
    আজ তক | ৩০ নভেম্বর ২০২৪
  • Potato Price Hike At Odisha: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ওড়িশায় আলু সরবরাহ অবিলম্বে বন্ধ করতে। অন্যান্য রাজ্যে সরবরাহের কারণে তিনি পশ্চিমবঙ্গে আলুর ঘাটতির আশঙ্কা করছেন। তাই, তিনি ওডিশায় আলু সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। 

    মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, পশ্চিমবঙ্গ সীমানা দিয়ে আলুর গাড়ির ওড়িশায় যাচ্ছে না। রাজ্য পুলিশ সীমান্ত গেটে এই সবজি বহনকারী গাড়িগুলি আটকে দিচ্ছে। বুধবার, শত শত আলুর ট্রাক বেলদা এবং দাঁতনের কাছে আটকে দেওয়া হয়। কারণ তাদের কাছে ওড়িশায় আলু পরিবহণের প্রয়োজনীয় অনুমতি ছিল না। বেলদার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ব্যারিকেড বসিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

    পশ্চিমবঙ্গে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় গত দুই দিনে ওড়িশায় আলুর দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা বলেছেন। বুধবার রাত থেকে যানবাহনগুলিকে আন্তঃরাজ্য সীমানা অতিক্রম করার অনুমতি না দেওয়ায় ওড়িশা-বাংলা সীমান্তের কাছে শত শত আলু বোঝাই ট্রাক আটকা পড়েছে। আলু নষ্ট হয়ে যাওয়ায় এর মধ্যে অনেক আলুর ট্রাক ফিরে গিয়েছে।

    ব্যবসায়ীরা বলেছেন যে আলু, যা আগে ওড়িশার বাজারে প্রতি কেজি ৩০ থেকে ৩৩ টাকায় বিক্রি হত, এখন খুচরা বাজারে প্রতি কেজি ৪০ টাকা হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে আবারও আলুর দাম বাড়তে পারে বলে জানান তারা। অল ওডিশা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সুধাকর পান্ডা, ওড়িশা সরকারের কাছে হস্তক্ষেপ করে প্রতিবেশী রাজ্যের সাথে আলুর ট্রাক রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন।

    এই বিষয়ে জানতে চাইলে খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণমন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বলেন, পশ্চিমবঙ্গ থেকে আলু সরবরাহে ব্যাঘাত ঘটছে। তিনি বলেন, "আমরা পঞ্জাব বা উত্তরপ্রদেশ থেকে আলু আনব, এবং এটা সুনিশ্চিত করা হবে যে ওড়িশাবাসীর কোনও সমস্যা না হয়।" ওড়িশার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৪,৫০০ টন আলু লাগে। রাজ্যটি বেশিরভাগই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করে।

     
  • Link to this news (আজ তক)