• বেলঘরিয়ায় ভর সন্ধ্যাবেলায় প্রকাশ্যে স্ত্রী’র গায়ে আগুন লাগাল স্বামী, হাড়হিম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ভর সন্ধ্যাবেলা বেলঘরিয়ার আর্যনগরে চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্য রাস্তায় লোকজনের মধ্যেই স্ত্রী-র গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের সঙ্গে ছিল তাঁর দুই বন্ধুও। ঘটনায় মারাত্মক জখম হয়েছেন আক্রান্ত গৃহবধূ। বর্তমানে সাগরদত্ত মেডিক্যালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

    পুলিস সূত্রে খবর, আজ সন্ধ্যাবেলায় বেলঘরিয়ার বিবেকনগরের বাসিন্দা ওই মহিলা বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময়ই স্বামী সহ তিন জন এসে তাঁর গায়ে দাহ্যবস্তু ঢেলে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

    স্থানীয় সূত্রে দাবি, আগুন লাগার পরে দগ্ধ অবস্থায় ওই মহিলা প্রায় ৩০ মিনিট ঘটনাস্থলেই পড়ে ছিলেন। এরপর স্থানীয়রা পুলিসে খবর দিলে আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সূত্রের দাবি, সাংসারিক অশান্তির জেরেই কাণ্ড ঘটেছে। বন্ধুদের নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় স্ত্রী-কে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছেন স্বামী। ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ইতিমধ্যেই পুলিস ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে। তবে অভিযুক্তরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস।

     
  • Link to this news (বর্তমান)