শুক্রবার বেলঘড়িয়ার আর্যনগর অনুপমা রোডে বিকেল পাঁচটা নাগাদ বাজার করতে আসেন ওই মহিলা। এলাকার কিছু মানুষের বক্তব্য, ওই মহিলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন। আর্যনগরের মধ্যে দিয়ে ওই মহিলা যখন যাচ্ছিলেন সেইসময় তার স্বামী ও তার ২ সঙ্গী মিলে মহিলার গায়ে কোনও দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
গায়ে আগুন লাগার পর ওই মহিলা রাস্তায় দৌড়াদৌড়ি করতে থাকেন। ভয়ংকর ওই ঘটনা দেখে ছুটে আসেন আসপাশের লোকজন। ততক্ষণে মহিলার দেহের অনেকটাই পুড়ে গিয়েছে। মানুষজন সেই আগুন নিভিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। ছুটে আসে পুলিস।
স্থানীয় সূত্রে খবর ওই মহিলার স্বামী ও তার দুই বন্ধু এসেছিল বাইকে চড়ে। তার কোন দিকে পালিয়েছে তা খোঁজ করছে পুলিস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই মহিলা তার স্বামীর নামই বলতে পেরেছেন। খুবই খারাপ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার বাড়ি খড়দহ। তিনি কেন ওই এলাকায় এসেছিলেন, কী কারণে তার গায়ে স্বামী আগুন দিল তা খতিয়ে দেখছে পুলিস। স্থানীয়দের দাবি, আগুনে মহিলার গায়ের চামড়া গলে পড়ছিল, চুল পুড়ে গিয়েছে।