• রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন, আগুন ঢেলে খুনের চেষ্টা! হাড়হিম ঘটনা বেলঘরিয়ায়
    প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: ভর সন্ধ্যাবেলা প্রকাশ্যে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা! হাড়হিম করা ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল বেলঘরিয়ার আর্যনগরে অনুপমা রোডে। এই ঘটনায় স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক তিনজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। অগ্নিদগ্ধ অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর। অভিযুক্তদের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু কী কারণে এমন ঘটনা, সে বিষয়ে অন্ধকারে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় কামারহাটি পৌরসভার ২৩ নং ওয়ার্ড এলাকার অনুপমা রোডে আচমকাই শোরগোল। রাস্তার উপর অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে চিৎকার করছেন এক মহিলা। শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় বেলঘরিয়া থানায়। পুলিশও দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন তিনি।

    জানা গিয়েছে, আক্রান্ত ভদ্রমহিলা খড়দহের বাসিন্দা। শুক্রবার বেলঘরিয়ায় তিনি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে বাজারে যান। আর্যনগর এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর স্বামী এবং আরও দুই বন্ধু মিলে মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় ওই মহিলার। চিৎকার-চেঁচামেচিতে এলাকার মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েন। এমন দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার বন্ধুদের খোঁজে তল্লাশি শুরু করেছে। নজর রাখা হচ্ছে মহিলার শারীরিক পরিস্থিতির দিকে। তিনি সামান্য সুস্থ হলে তদন্তের স্বার্থে জবানবন্দি নিতে পারে পুলিশ। তবে কেন স্ত্রীর উপর এমন নৃশংস হামলা, সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (প্রতিদিন)