এবার ক্যামেরাবন্দি হয়ে পরীক্ষায় ডাক্তাররা, আগামী সপ্তাহে শুরু MD-MS মূল্যায়ন
প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতাই অগ্রাধিকার। আর সেই কারণে এবার সিসিটিভি ক্যামেরার নজরবন্দি হয়ে পরীক্ষা দিতে হবে ডাক্তারদের। আগামী ২ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ডাক্তারি স্নাতকোত্তরের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। সেই MD, MS পরীক্ষা হবে আগাগোড়া ক্যামেরার নজরদারিতে। উত্তরপত্রে থাকবে কোড-ডিকোড পদ্ধতি। কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েপরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে।
এদিন MD-MS পরীক্ষা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ?
১. মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লু টুথ হেডফোন, ইয়ারপড, আইপ্যাড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষেধ।২. পরীক্ষার্থী কোনও মাইক্রো জেরক্স বা অন্য কোনও কাগজ সঙ্গে রাখতে পারবে না।৩. চেন, ব্রেসলেট, কানের দুল, বেল্ট, মানিব্যাগ সঙ্গে রাখা যাবে না।৪. পরীক্ষার হলে জলের বোতলও নেওয়া যাবে না, জল দেওয়া হবে পরীক্ষাকেন্দ্র থেকে। ৫. পরা যাবে না সাদা অ্যাপ্রনও।
আর জি কর আবহে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। কোনও কোনও ‘অযোগ্য’ ব্যক্তি স্রেফ প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ রাখায় পরীক্ষায় পাশ করে ‘ডাক্তার’ সার্টিফিকেট পেয়ে যায়, এই অভিযোগে সরব হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। মুখ্যমন্ত্রীর কাছেও ফোরামের তরফে এসব অভিযোগ তুলে ধরেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। এর পরই ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যার জেরে নতুন SOP তৈরি হয়েছে। ঠিক হয়েছে, MBBS পরীক্ষার সময় সিসিটিভি ছাড়াও মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপালদের নজরদারি থাকবে। উত্তরপত্রে নাম নয়, বারকোড থাকবে।
এবার ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষাতেও সেই একই ‘বজ্র আঁটুনি’ প্রযুক্ত হতে চলেছে। আগামী ২ ডিসেম্বর থেকে একেবারে ক্যামেরাবন্দি হয়ে পরীক্ষায় বসতে চলেছেন MD-MS পরীক্ষার্থীরা।