• আর জি কর কাণ্ডে গর্জে উঠেছিলেন, এবার বাংলাদেশ ইস্যুতে পথে নামছেন প্রধান শিক্ষিকা মোনালিসা
    প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৪
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছিল কলকাতার রাজপথ। নারীর সুরক্ষা এবং ‘অভয়া’র দোষীর শাস্তির দাবিতে পথে নেমেছিলেন তিনি। সঙ্গে নিয়েছিলেন তাঁর স্কুলের ছাত্রীদের। এবার পড়শি দেশ বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরুদ্ধে ফের পথে নামতে চলেছেন হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। আগামী রবিবার রবীন্দ্র সদনে রবীন্দ্র মূর্তির কাছে সাধারণ মানুষকে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি।

    রাষ্ট্রদোহের অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। প্রতিবাদে উত্তাল ওপার বাংলা। যার জেরে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। রেশ এসে পড়ছে এপার বাংলাতেও। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে পথে নেমেছে অনেকে। এই আবহে ঘরে বসে থাকতে নারাজ আর জি কর কাণ্ডের সময় শিরোনামে আসা মোনালিসা। রবীন্দ্র সদনের সামনে থেকে পথে নামার ডাক দিয়ে তিনি বলছেন, “জানি না কতজনের কাছে এই ডাক পৌঁছবে। তবে আগামী রবিবার রবীন্দ্র সদনে রবীন্দ্র মূর্তির কাছে অপেক্ষা করব।” তাঁর আরও অনুরোধ, “সবাইকে অনুরোধ এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার পরিচিতদের মধ্যে যাতে আমরা একটা সদর্থক পথের সন্ধান করতে পারি।”

    আর জি কর কাণ্ড যাঁর মনকে বিচলিত করেছিল সেই মননই জেগে উঠেছে হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারিতে। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যা লঘুদের পাশে দাঁড়িয়ে পথে নামার ডাক দিয়েছেন হাওড়ার ‘বড়দি’।
  • Link to this news (প্রতিদিন)