স্থানীয় সূত্রে খবর, হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামের গেটের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়েরা। ওই গেটের সামনে দিয়েই স্টেডিয়ামের ভিতরে যাতায়াত করেন স্কুলের ছাত্রছাত্রীরা। এমনকি রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও ওই রাস্তা দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেন। সেই প্রবেশপথের পাশে ওই রকম কালো ব্যাগ পড়ে থাকায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা করে জানায়, ব্যাগ থেকে কোনও বিস্ফোরক মেলেনি। পাওয়া গিয়েছে জামাকাপড়, জলের বোতল ও টিফিন বাক্স।
ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে হাওড়া থানা। তা সত্ত্বেও কী ভাবে দীর্ঘ ক্ষণ একটি ব্যাগ হাওড়া ময়দানের সামনে পড়ে থাকল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, ব্যাগে যদি জামাকাপড়ের বদলে সত্যি সত্যিই বোমা থাকত, তা হলে বড় কিছু ঘটে যেতে পারত।