• তৈরি হচ্ছে পাকা বাড়ি, কালনায় তদন্তে গিয়ে আবাসের প্রকল্প থেকে নাম বাদ দিল প্রশাসন
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: বিশাল বাড়ি তৈরির কাজ চলছে। আবাস প্রকল্পে নাম থাকায় সার্ভেতে আসা প্রশাসনের কর্মীদের পাশের পুরনো ভাঙাচোরা মাটির বাড়ি দেখিয়েছিলেন কালনা-১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের হৃদয়পুরের সেলিম শা। বৃহস্পতিবার সরেজমিনে তদন্তে গিয়ে তালিকা থেকে তাঁর নাম বাদ দিলেন ব্লক আধিকারিকরা। যদিও সেলিম সাহেব বলেন, যে বাড়িটি তৈরি হচ্ছে তা ছেলে বানাচ্ছে। আমি কাঁচা বাড়িতেই থাকি। একমাত্র ছেলের সঙ্গে সম্পর্ক নেই। নাম বাদ গেলে কী আর করা যাবে? আমি কাঁচা বাড়িতেই থাকি। সরকারি বাড়ি দিলে ভালো হতো।


    কাঁচা বাড়িতে বসবাস করা সত্ত্বেও বাঘনাপাড়া পঞ্চায়েত এলাকায় কয়েকটি পরিবারের নাম তালিকা থেকে বাদ পড়ায় শুক্রবার পরিবারের সদস্যরা বিডিওর কাছে অভিযোগ জমা দেন। বিডিও তদন্ত করার আশ্বাস দেন। বাঘনাপাড়া পঞ্চায়েতের প্রধান সাথী শেখ বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। প্রকৃত প্রাপকরা ঘর পাক সেটাই চাই। বিডিও সুপ্রতীক সাহা বলেন, নামের তালিকা পঞ্চায়েত থেকে ব্লক অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে নাম বাদ দেওয়া হচ্ছে। সুলতানপুরে এক ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। আরও কিছু অভিযোগ এসেছে। তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)