• শেয়ারবাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: অ্যাপের মাধ্যমে বিনিয়োগের টোপ দিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম মণীশ দোহারি ওরফে সুরজ। উত্তরপ্রদেশের অজিতমল থানার রত্নিপুরে তার বাড়ি। শুক্রবার ভোরে বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণায় তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে ১০দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের সাত দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিস জানিয়েছে, গত ২৭ জুন বর্ধমান শহরের ভাতছালা এলাকার বাসিন্দা দিব্যেন্দু চৌধুরীর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। একটি সংস্থার কাস্টমার কেয়ার অফিসার বলে পরিচয় দিয়ে তাঁকে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগ করার জন্য টোপ দেওয়া হয়। এরপর তাঁকে একটি লিঙ্ক পাঠানো হয়। সেটি ডাউনলোড করার জন্য তাঁকে বলা হয়। অ্যাপ্লিকেশনটি তিনি মোবাইলে ডাউনলোড করেন। পরে তাঁকে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভোট দিতে বলা হয়। এরপর তাঁকে অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে বলা হয়। তিনি কয়েক দফায় ৩৩ লক্ষ ৮০ হাজার ৯৫ টাকা বিনিয়োগ করেন।  
  • Link to this news (বর্তমান)