• দুর্গাপুরে অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকে রাস্তা ও নিকাশির বেহাল দশা
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকে প্রায় দু’দশক ধরে রাস্তা ও নর্দমা বেহাল দশায় রয়েছে। খানাখন্দে ভরে যাওয়ার পাশাপাশি ওই রাস্তায় এখন ঢেউ খেলানো চড়াই-উতরাই দেখা যায়। কারখানায় যাতায়াতকারী বিভিন্ন পণ্যবাহী গাড়ি ওই রাস্তায় মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে। নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়ায় বর্ষায় এলাকা জলমগ্ন হচ্ছে। এলাকাবাসী ও বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ তাড়াতাড়ি রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। দুর্গাপুর শহরের ৩৭-৩৮ নম্বর ওয়ার্ডে বাম আমলে ওই শিল্পতালুক গড়ে উঠেছিল। ১৯৯৪ সালে এখানে ভারী ও মাঝারি শিল্প গড়ে উঠেছিল। ধীরে ধীরে প্রায় ২১টি কলকারখানা তৈরি করা হয়। এখন দু’টি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ ও শ্যাম সরকার গত মাসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের(এডিডিএ) কাছে রাস্তাটি সংস্কারের অনুরোধ জানান। দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক বিজয় গুপ্তা বলেন, ওই শিল্পতালুকের সমস্যা নিয়ে এডিডিএ-র সঙ্গে আলোচনা হয়েছে। এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত বলেন, ওই শিল্পতালুকের সমস্যা মেটাতে প্রচুর টাকা প্রয়োজন। আমরা এবিষয়ে কলকাতায় রিপোর্ট পাঠিয়েছি।  
  • Link to this news (বর্তমান)