• সকার কাপে জয়ী দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে পুরসভা পরিচালিত সকার কাপ ফুটবলের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় টাইব্রেকারে জয়ী দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। শুক্রবার তারা নবদ্বীপ তরুণ সঙ্ঘকে ৪-৩ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। শুক্রবার দুপুরে নবদ্বীপের বিবেকানন্দ স্টেডিয়ামে স্থানীয় দু’টি দলের খেলা ঘিরে সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা ছিল। উভয় দলের সমর্থকরা ক্লাবের পতাকা নিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এদিন কোনও দলই বিদেশি খেলোয়াড়কে খেলায়নি।  প্রথমার্ধের খেলা আক্রমণ আর প্রতি আক্রমণের মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু আক্রমণের ঝাঁজ বেশি ছিল নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি তারা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তরুণ সঙ্ঘ। তারাও বেশ কয়েকটি সুযোগ পায়। তবে গোল করতে পারেনি। তবে খেলা কিছুটা গড়াতেই আবার পাল্টা আক্রমণ শানায় নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধেও খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে সবুজ সঙ্ঘকে হারায় নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব। আজ, শনিবার প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় মুখোমুখি হবে দামোদরপাড়া আদিবাসী মা মনসা ক্লাব ও কল্যাণী ফুটবল অ্যাকাডেমি।
  • Link to this news (বর্তমান)