• বাগডোগরায় সিআইএসএফ ক্যাম্পের দেওয়াল ভাঙল হাতি
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বাগডোগরা: রাতভর বিভিন্ন এলাকায় দাপিয়ে সকালে বাগডোগরা সিআইএসএফ-এর দেওয়াল ভেঙে চলে গেল একটি মাকনা হাতি। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বৃহস্পতিবার গভীররাতে নকশালবাড়ির নন্দলালে হাতিটি ঢুকে পড়ে। এরপর কেষ্টপুর, গ্যাবরিয়েল বস্তিতে ঢুকলে সেখান থেকে হাতিটিকে বের করেন বাগডোগরা বন বিভাগের কর্মীরা। সেখান থেকে বেরিয়ে ভোর সাড়ে চারটা নাগাদ পর্যন্ত আপার বাগডোগরার সিআইএসএফ ক্যাম্পে ঢুকে পড়ে হাতিটি। সেখান থেকে বেরোতেই ক্যাম্পের তিন জায়গায় দেয়াল ভেঙে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা বনদপ্তরের কর্মীরা। তাদের প্রচেষ্টায় অবশেষে হাতিটি বাগডোগরার জঙ্গলে ফিরে যায়।


    এদিকে শীত যত বাড়ছে, হাতির সংখ্যাও বাড়ছে। দিনকয়েক আগেই বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন হাতির হানায়। জথম হয়েছেন অনেকেই। এতেই চিন্তার ভাঁজ বনকর্মী খেকে স্থানীয়দের মনে। এই ঘটনার বিষয়ে বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, একটি দলছুট মাকনা হাতি রাতভর বিভিন্ন জায়গায় ঘুরে বাগডোগরার সিআইএসএফ ক্যাম্পে ঢুকে পড়ে। ওই ক্যাম্পের যেখানে যেখানে ভেঙেছে সমস্ত জায়গাতেই বর্জ্য ফেলা হয়েছে। ওই বর্জ্যের কারণেই হাতি সেখানে ঢুকে পড়ছে। সিআইএসএফকে বলা হয়েছে, যাতে বর্জ্য না ফেলা হয়। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য। কারণ এই আবর্জনায় খাবারের সন্ধানে হাতি চলে আসে। পাশেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে দিনরাত রোগী ও পরিজনরা যাতায়াত করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, যাতে রাতে ও ভোরের দিকে ওই এলাকায় কেউ ঘোরাফেরা না করেন। এশিয়ান হাইওয়ে-২ এর প্রজেক্ট ডাইরেক্টকেও চিঠি করা হয়েছে রাস্তা পরিষ্কার ও আগাছা সাফ করে দেওয়ার জন্য।
  • Link to this news (বর্তমান)