সংবাদদাতা, বানারহাট: লোকালয়ে হাতির হানা অব্যাহত। প্রায় প্রতিদিন সন্ধ্যা হতেই খাবারের খোঁজে জঙ্গল সংলগ্ন লোকালয়ে চলে আসছে হাতি। মাঝেমধ্যে হাতির হানায় জখম হচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাতে হাতির হানায় জখম হন এক বৃদ্ধা। নাম সাবিত্রী ওরাওঁ (৮১)। এটি বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা বাগানের ঘটনা।
কাঁঠালগুড়ি চা বাগান ও রিয়াবাড়ি চা বাগানে একটি হাতি দিনভর ছিল। সন্ধ্যা হতেই সেই হাতিটি কাঁঠালগুড়ি চা বাগানের মুন্সি লাইনের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। এদিকে সে সময় সাবিত্রী ওরাওঁ শৌচকর্ম করতে বাড়ির বাইরে গিয়েছিলেন। ওই সময় হাতিটির সামনে পড়ে যান বৃদ্ধা। বৃদ্ধাকে ফেলে দিয়ে হাতিটি জঙ্গলে ফিরে যায়। এরপর বনদপ্তরের কর্মীরা জখমকে প্রথমে বানারহাট হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় রাতেই তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধা। এদিকে লাগাতার হাতির হানায় রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, বনদপ্তরের নিয়ম মেনে বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করা হবে। লোকালয়ে হাতির হানা রুখতে সন্ধ্যার পর বনকর্মীরা বিভিন্ন এলাকায় টহল দেন।