• পানীয় জল, রাস্তা ও নিকাশি নিয়ে দুর্ভোগে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকার বাসিন্দারা
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বাগডোগরা: পানীয় জল, রাস্তা ও নিকাশির অব্যবস্থা নিয়ে চরম সমস্যায় শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের পাশেই রয়েছে হোচিমিন নগর ও রদ্দিঘর। এলাকার তিন রাস্তার মোড়ের মাঝখানে নালার স্ল্যাব বহুদিন ধরে ভেঙে আছে। স্থানীয়দের অভিযোগ, এত বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গর্তে বাইক, স্কুটার, সাইকেল এমনকী টোটো, চার চাকার গাড়ির চাকা ফেঁসে যাচ্ছে। সন্ধ্যার পর গর্তে পড়ে গিয়ে অনেকেই এখনও পর্যন্ত কমবেশি জখম হয়েছেন। অপরদিকে, কয়েকবছর ধরে দুই এলাকায় পানীয় জল নিয়ে চরম সমস্যায় রয়েছেন বাসিন্দারা। নিকাশি ব্যবস্থাও বেহাল অবস্থায় রয়েছে। 


    ভোলা সাহ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তার মাঝে স্ল্যাব ভেঙে পড়েছে বহুদিন আগে। তবে গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান দেখে গিয়েছেন। কিন্তু কাজ কিছু হয়নি এখনও। পানীয় জলের যেমন সমস্যা তেমনই নিয়মিত বর্জ্য সাফাই না হওয়ায় নালায় জমে আছে নোংরা। তা থেকে মশা, মাছির উপদ্রব শুরু হয়েছে। 


    এ বিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বলেন, গোটা আপার বাগডোগরায় পানীয় জলের সমস্যা মেটাতে কাজ চলছে। ওই দুই এলাকাতেও কাজ শুরু হয়েছে। আশা করছি, কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অপরদিকে, রাস্তার মাঝে ভাঙা স্ল্যাব ইস্যুতে প্রধান জানান, এর আগেও সেটি মেরামত করা হয়েছিল। ফের ভেঙে গিয়েছে। ওই জায়গায় নতুন করে স্ল্যাব বসিয়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)