• হায়দরাবাদ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় এল দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে একজোড়া লিউসিস্টিক রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এল। বৃহস্পতিবার রাতে সড়কপথে বাঘ দু’টি এসেছে চিড়িয়াখানার। প্রাণী বিনিময় প্রথার মাধ্যমেই বাঘ দু’টি পেয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 


    হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে দুই জোড়া গোল্ডেন জ্যাকাল সহ এক জোড়া লিউসিস্টিক বাঘ আনা হয়েছে। দু’টি বাঘের মধ্যে একটির বয়স সাত, অন্যটি চার বছর বয়সি। বিনিময়ে দার্জিলিং চিড়িয়াখানা একজোড়া বাঘ সহ আরও কিছু প্রাণী দিয়েছে, এ কথা জানিয়েছেন দার্জিলিং চিড়িয়াখানার কর্মকর্তারা। এখানে দু’টি সাইবেরিয়ান বাঘও রয়েছে। এদের নাম লারা এবং আকামা। যাদের গত বছরের ডিসেম্বর মাসে সাইপ্রাসের একটি চিড়িয়াখানা থেকে এক জোড়া লাল পান্ডার বিনিময় আনা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)