সংবাদদাতা, রায়গঞ্জ: এক যুবতীকে শ্লীলতাহানিতে অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার সকালে রায়গঞ্জের টেনহরিতে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতার বাবার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির ভিতরে ঢুকে মেয়েকে শ্লীলতাহানি করে তৈমুর শেখ।
এরপর রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর পুলিস অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এদিন বিক্ষোভ দেখানো হয়। এদিকে, এদিন পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান রায়গঞ্জ থানার আইসি। তাঁর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।