বাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার নকশালবাড়ির কিলারামজোতে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক ধাক্কা দেয়। পরে চাষের জমিতে উল্টে যায়। এদিকে ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা অনিল মল্লিকের মাথায় গুরুতর জখম লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাগডোগরার একটি নার্সিংহোমে ভর্তি করেছে। এদিকে নকশালবাড়ি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটিকে হেফাজতে নিয়ে চালককে আটক করে।