• যৌন নির্যাতনের শিকার ছাত্রী পরীক্ষা দিতে পারল না
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: যৌন নির্যাতনের জেরে হাসপাতালে ভর্তি হওয়ায় পরীক্ষা দিতে পারল না অষ্টম শ্রেণির এক ছাত্রী। তবে পুলিস যৌন নির্যাতনের অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের আত্মীয়কে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে খবর, ওই ছাত্রীর বাড়ি এনজেপি থানার ফুলবাড়ি এলাকায়। গত ২৫ নভেম্বর ভাইকে স্কুলে দিতে যাওয়ার পথে ওই ছাত্রী অপহৃত হয়। অভিযোগ, তাকে জোর করে গাড়িতে তুলে নেয় এক যুবক। এরপর তার উপর যৌন নির্যাতন চালানো হয়। ২৬ নভেম্বর অপহৃত নাবালিককে উদ্ধার করে পুলিস। চারদিন ধরে সে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। সে স্থানীয় একটি স্কুলের পড়ে। শুক্রবার সেই স্কুলে অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা হয়। তাতে ওই ছাত্রী অংশ নিতে পারেনি। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)