• জলপাইগুড়ি সদর ব্লকে ‘বাংলার বাড়ি’ পাচ্ছেন ১৯ হাজার ৮৪১ উপভোক্তা
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার সদর ব্লকে ‘বাংলার বাড়ি’ পেতে চলেছেন ১৯ হাজার ৮৪১ জন উপভোক্তা। খসড়া তালিকায় ‘যোগ্য’ হিসেবে তাঁদের নাম টাঙানো হয়েছে। জলপাইগুড়ি জেলায় সবমিলিয়ে ৬৬ হাজার উপভোক্তার নাম আবাসের ‘যোগ্য’র তালিকায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি নাম রয়েছে সদর ব্লকে। 


    জেলা প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ পঞ্চায়েতে ৭৪৮ জন, বাহাদুর পঞ্চায়েতে ১৯৭৭ জন, বারোপাটিয়া-নতুনবস পঞ্চায়েতে ১১৬৩ জন, বেলাকোবা পঞ্চায়েতে ১৫৬২ জন, বোয়ালমারি-নন্দনপুরে ১৭৪৬ জন, গড়ালবাড়িতে ১০৩৩ জন, খড়িয়ায় ১০১ জন, খড়িয়া বেড়ুবাড়ি-১ পঞ্চায়েতে ৭৬৮ জন, খড়িয়া বেড়ুবাড়ি-২ পঞ্চায়েতে ১৩৫১ জন, মণ্ডলঘাটে ১০৯২ জন, নগর বেড়ুবাড়িতে ১৭৭৮ জন, পাহাড়পুরে ৩২৬৮ জন, পাতকাটায় ১৮৫৫ জন এবং দক্ষিণ বেড়ুবাড়ি পঞ্চায়েতে ১৩৯৯ জন উপভোক্তার নাম রয়েছে আবাসের ‘যোগ্য’র তালিকায়। তবে যাচাই পর্বে প্রতিটি পঞ্চায়েতেই কিছু না কিছু নাম বাদ গিয়েছে। সবমিলিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের ১৪টি পঞ্চায়েতে আবাসের যাচাই পর্বে ১৮৭৬ জন উপভোক্তার নাম বাদ পড়েছে। 


    জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, আবাসের খসড়া তালিকা টাঙানো হয়েছে। শুক্রবার পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ৪ ও ৫ ডিসেম্বর গ্রামসভার বৈঠক। সেখানেই এই তালিকা অনুমোদন করানো হবে।
  • Link to this news (বর্তমান)