• বিমান, সেলিম, মীনাক্ষীকে হাজিরার নির্দেশ
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি জমায়েত ও সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় সিপিএমের বিমান বসু সহ চার বাম নেতা-নেত্রীকে আদালতে ১০ ডিসেম্বর হাজির থাকার নির্দেশ। শুক্রবার ব্যাঙ্কশালের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেয়। সিপিএমের মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবী ইয়াসিন রহমান জানান, ২০২৩ সালে বামফ্রন্টের পক্ষ থেকে শহরে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল। আদালত সূত্রে খবর, কলকাতা পুলিস স্বতঃপ্রণোদিতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। পরবর্তী সময় সেই মামলায় পুলিস তদন্ত শেষ করে ব্যাঙ্কশাল কোর্টে চার্জশিট পেশ করে। সেই সূত্রেই এই মামলায় বিমান বসুদের হাজিরার নির্দেশ হয়েছে।
  • Link to this news (বর্তমান)