নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধায়ক ডাঃ নির্মল মাজির বিরুদ্ধে ক্রিমিনাল ডিফেমেশন তথা মানহানির মামলা করেছিলেন ডাঃ কুণাল সাহা। ২০১৭ সালের ওই মামলায় শুক্রবার তাঁকে বেকসুর খালাস করল সল্টলেকের বিশেষ এমপি-এমএলএ আদালত। স্পেশাল জেএম কোর্টের বিচারক ঈশান মজুমদার নির্মলবাবুকে ‘নট গিলটি’ বলে উল্লেখ করেন। কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টাকে ঘিরে ওই বিতর্ক হয়েছিল। সেই ঘটনার পর ডাঃ মাজি ডাঃ সাহার বিরুদ্ধে কিছু অপমানজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তারপরই নির্মলবাবুর বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হন। এদিন বিকেলে রায় ঘোষণা ছিল। আদালত নির্মলবাবুকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস করে দেয়। নির্মলবাবু বলেন, ‘আমাকে হেনস্তা করার জন্যই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিল।’ কুণালবাবু বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।’ স্পেশাল এমপি-এমএলএ কোর্টের সরকার পক্ষের আইনজীবী সোমা মণ্ডল বলেন, ‘বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তার সপক্ষে অভিযোগকারী কোনও প্রমাণই দিতে পারেননি। আদালত তাই বিধায়ককে বেকসুর খালাস করে দিয়েছে।’