• জাতীয় সড়কের জমিতে শাসকদলের অফিস! উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমি দখল হয়ে গিয়েছে। সেই দখল হওয়া জমিতে গড়ে উঠেছে একাধিক পাকা নির্মাণ। শুধু তাই নয়, রাতারাতি তৈরি হয়ে গিয়েছে শাসকদলের একটি পার্টি অফিসও। পূর্তদপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও দখলদার মুক্ত করতে ব্যর্থ হচ্ছে তারা। এই মর্মে দায়ের হওয়া মামলায় এবার ওই জমিতে তৃণমূলের ওই পার্টি অফিস সহ যাবতীয় বেআইনি দখলদার উচ্ছেদ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 


    বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১২ সপ্তাহের মধ্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ওই অধিগৃহীত জমি থেকে সমস্ত দখলদারকে সরিয়ে দিতে হবে। জাতীয় সড়কের এই জমিতে দখলদারিকে কেন্দ্র করে বসিরহাটের মাটিয়া থানা এলাকার কাঁকড়া মৌজার এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেন। অভিযোগ, তাঁর বাড়ির সামনেই রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু এখন একাধিক পাকা ভবন তৈরি করে সেই জমির দখল নিয়ে নেওয়া হয়েছে। এমনকী তাঁর বাড়িতে ঢোকার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনে বারংবার আবেদন করেও কাজ না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।


    অন্যদিকে, পূর্তদপ্তরের তরফে হাইকোর্টে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে মামলাকারীর অভিযোগের সত্যতা রয়েছে বলেই উল্লেখ করা হয়। ওই রিপোর্টেই জানানো হয়েছে, ওই দখলদারদের মধ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ও রয়েছে। ওই রিপোর্ট দেখার পরই বিচারপতি সিনহা শাসকদলের পার্টি অফিস সহ যাবতীয় দখলদারদের উচ্ছেদ করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)