• আগামী সপ্তাহে বিধানসভায় নতুন ৬ বিধায়কের শপথের তোড়জোড়  
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে ছয় জন নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ২ ডিসেম্বর বিধানসভায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্যপাল বিধানসভায় আসবেন কি না! শপথ বাক্য কে পাঠ করাবেন, তা নিয়েই চর্চা তুঙ্গে।


    গত ২৩ নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হয়।  ছ’টি আসনেই জয়ী হয়ছেন তৃণমূলের প্রার্থীরা। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি আসনে জয়ী হয় তৃণমূল। যে ছ’জন তৃণমূলের নির্বাচিত হয়েছেন, তাঁদের বিধায়ক পদে শপথ এখনও বাকি রয়েছে। শপথ গ্রহণ যাতে দ্রুত হয়, সে ব্যাপারে রাজভবনকে চিঠি পাঠিয়েছিল রাজ্যের পরিষদীয় দপ্তর ও বিধানসভা কর্তৃপক্ষ। গত সোমবার থেকে বিধানসভার অধিবেশন চলছে। কিন্তু  রাজভবনের কাছ থেকে কোনও চিঠি না আসায় ছয় জনের বিধায়ক পদে শপথ চলতি সপ্তাহে করা যায়নি। তৃণমূল পরিষদীয় দল আশা করেছিল, দ্রুত শপথ পর্ব সেরে  ফেলা যাবে। যাতে ছ’জন চলতি অধিবেশনে যোগ দিতে পারেন। শুক্রবার সন্ধ্যায় রাজভবন সূত্রে খবর, আগামী সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। রাজ্যপাল নিজে বিধানসভায় আসতে পারেন, এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে রাজ্যপাল সম্মতি না দিলে বিধানসভা নিজের নিয়মাবলীর মধ্যে শপথ গ্রহণ করানোর বিষয়ে বিকল্প ভাবনাচিন্তা কর রেখেছিল।  
  • Link to this news (বর্তমান)