নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শো-কজ করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। শুক্রবার শো-কজের জবাব দিয়েছেন তিনি। এই ব্যাপারে তিন পাতার একটি চিঠি হুমায়ুন তুলে দিয়েছেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। সূত্রের খবর, নিজের মন্তব্যের জন্য শো-কজের জবাবে দুঃখ প্রকাশ করেছেন হুমায়ুন। চিঠিতে তিনি দাবি করেছেন, আবেগতাড়িত হয়েই এমন কথা বলে ফেলেছেন। এই বিষয়ে শোভনদেববাবু জানিয়েছেন, শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই চিঠি নিয়ে আলোচনা করা হবে। যদিও এদিন শো-কজের জবাব দেওয়ার পরেও ফের বিতর্কিত মন্তব্য করছেন হুমায়ুন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করা হয় না কেন, প্রশ্ন তুলে দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।