উচ্চ মাধ্যমিক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে শোরগোল চণ্ডীতলায়
বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চণ্ডীতলা থানা এলাকায় এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ওই কিশোরের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর থেকে ওই কিশোরের মৃতদেহ পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম মৌসম বাঙাল (১৮)। সে গঙ্গাধরপুরের হেড়িয়াদহ গ্রামের বাসিন্দা ছিল। শিয়াখালা বেণীমাধব হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ওই ছাত্র বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল। চণ্ডীতলা থানার পুলিস জানিয়েছে, ওই কিশোরের কয়েকজন বন্ধুর খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে।
পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মৌসমকে তার তিন বন্ধু ডেকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত সে বাড়ি ফেরেনি। এরপর সন্ধ্যার মুখে তাকে পরিবারের লোকেরা ফোন করলে মোবাইল সুইচড অফ পাওয়া যায়। এরপরই তার বন্ধুদের খোঁজ করেন পরিবারের লোকজন। তখন এক বন্ধু জানায়, তারা পদ্মপুকুরে নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। পরে সবুজদ্বীপে গিয়েছিল। ওই বন্ধু দাবি করেছিল, মৌসম বাড়ি ফেরার জন্য সেখান থেকে চলে গিয়েছিল। রাত পর্যন্ত মৌসম বাড়ি না ফেরায় হইচই শুরু হয়। অভিযোগ, ততক্ষণে ওই তিন বন্ধু উধাও হয়ে যায়। বুধবার রাত থেকে পদ্মপুকুরে টানা তল্লাশি চালানো হয়। শেষে বৃহস্পতিবার রাতে মৌসমের মৃতদেহ পাওয়া যায়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৌসমের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তবে সম্প্রতি তার ফোন খোয়া গিয়েছিল। পুলিস পরে তা উদ্ধার করে। ওই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছিল। মৌসমের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনও যোগ আছে কি না, তা পুলিস খতিয়ে দেখছে। পাশাপাশি, সম্প্রতি এক যুবকের সঙ্গে মৌসমের বন্ধুত্ব হয়েছিল। সেই যুবক এলাকায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। সেই যুবককেও পুলিস খুঁজছে।