• দুর্ঘটনার কবলে ইসকনের গাড়ি, জখম এক সন্ন্যাসী
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া থানা এলাকার জেলেপাড়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল ইসকনের একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ। ওই গাড়ি করে ইসকনের তিন সন্ন্যাসী মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুরে প্রচারের কাজে যাচ্ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন জখম হয়েছেন। তাঁকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন ডাক্তাররা। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা দেড়টা নাগাদ জেলেপাড়া ব্রিজের কাছে একটি ট্রেলার পিছন থেকে এসে ধাক্কা মারে ইসকনের ওই গাড়িকে। ধাক্কা দেওয়ার পর চারচাকার গাড়িটিকে ঠেলতে ঠেলতে প্রায় ৫০ ফুট টেনে নিয়ে যায় ট্রেলারটি। দুর্ঘটনার জেরে সন্ন্যাসীদের গাড়ির মুখ উল্টোদিকে ঘুরে যায় এবং বাঁ দিকের অংশ দুমড়ে যায়। সন্ন্যাসী তারক বিশ্বাস বলেন, ‘জেলেপাড়া ব্রিজ পেরনোর সময় ট্রেলারটি পিছন থেকে এসে আমাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি।’ জেলেপাড়া ব্রিজ থেকে রাস্তাটি দু’ভাগ হয়েছে। পুলিসের অনুমান, চারচাকা গাড়িটি কোন লেন দিয়ে যাবে, তা নিয়ে দ্বিধায় ছিলেন চালক। সেকারণে তিনি গাড়ির গতি কমিয়েছিলেন। সেই সময় পিছনে থাকা ট্রেলারের চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে। পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে আটক করলেও ট্রেলারটিকে ধরতে পারেনি। 
  • Link to this news (বর্তমান)