• প্রয়াত প্রাক্তন কাউন্সিলার দিপু দাস ঠাকুর
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দিপু দাস ঠাকুর। তিনি এক সময়ে ১২ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। বৃহস্পতিবার রাতে বাইপাস সংলগ্ন কিডনি ইন্সস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কয়েক বছর ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, যাদবপুরের জনপ্রিয় নেতা তথা ১০৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রয়াত দুলাল দাস ঠাকুরের স্ত্রী ছিলেন দিপুদেবী। দুলালবাবুর প্রয়াণের পর ২০০৫ সালে ওই ওয়ার্ডেরই কাউন্সিলার হন দিপু দাস ঠাকুর। পরে ২০১০ সালে ফের ওই ওয়ার্ড থেকে জিতে ১২ নম্বর বরোর চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৫ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন। ওই ১০৬ নম্বর ওয়ার্ডেই তাঁর পুত্র অরিজিৎ দাস ঠাকুর বর্তমানে কাউন্সিলার।
  • Link to this news (বর্তমান)