বেসরকারি সংস্থায় লগ্নি করার নামে কোটি টাকার উপর প্রতারণা, ধৃত ১
বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে বেসরকারি একটি সংস্থায় লগ্নি করার নামে এক ব্যক্তির সঙ্গে ১ কোটি ৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। তদন্তে নেমে মুচিপাড়া থানার পুলিস বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করল। তার হেফাজত থেকে পুলিস বাজেয়াপ্ত করে বেশ কিছু কাগজপত্র। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে বলা হয়, ধৃত ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর আগে সে আর কোন কোন ব্যক্তির সঙ্গে একই কায়দায় আর্থিক প্রতারণা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকারি কৌঁসুলি জানান, ধৃতের হেফাজত থেকে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের যাবতীয় কল লিস্ট খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে, ওই টাকা নিয়ে অভিযোগকারীকে যে সমস্ত রসিদ ও অন্যান কাগজপত্র দিয়েছিল ওই প্রতারক, তা সবই ভুয়ো। এই প্রতারণার পিছনে আর কোনও ব্যক্তি জড়িত আছে কি না, পুলিস তা খতিয়ে দেখছে।