• কিশোরীকে মারধর ও যৌন নির্যাতন, কারাদণ্ড দম্পতির
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে মারধর ও যৌন নির্যাতনের ঘটনায় এক দম্পতিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। শনিবার কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালত পরেশনাথ রায় নামে ওই ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের হাজতবাসের নির্দেশ দেয়। আর পুতুল রায় নামে মহিলাকে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করে। এছাড়া নির্যাতিতা কিশোরীর হাতে ৭৫ হাজার টাকা তুলে দেওয়ার জন্য বিচারক কলকাতা লিগ্যাল এইডকে নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পাণ্ডে জানিয়েছেন, ২০১৯ সালের ৯ মে ঘটনাটি ঘটে কলকাতার মুচিপাড়া থানা এলাকায়। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে কিশোরী বিচারকের কাছে ‘গোপন জবানবন্দি’ পেশ করে। মামলায় সাক্ষ্য দেন মোট সাতজন। দীর্ঘ ছয় বছর পর এদিন আদালত অভিযুক্ত দম্পতিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। 
  • Link to this news (বর্তমান)