নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে মেডিক্যাল অফিসার নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তার ভিত্তিতে এক চিকিৎসক পুরসভায় যোগাযোগ করেন। এরপর ইন্টারভিউ শেষে সিলেকশন হন তিনি। তবে, তাঁর দেওয়া নথি খতিয়ে দেখে পুরসভা। দেখা যায়, যে নথি তিনি জমা দিয়েছেন, সেই নাম ও তথ্যের সঙ্গে মিল রয়েছে আরামবাগ মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের। গোটা ঘটনার তদন্তে নামে মধ্যমগ্রাম পুরসভা ও জেলা স্বাস্থ্যদপ্তর। অভিযুক্তকে শোকজ লেটারও পাঠানো হয়। এরপর থেকে তিনি বেপাত্তা। কিন্তু আরামবাগ মেডিকেল কলেজের ওই চিকিৎসক পুরসভাকে জানিয়েছেন, তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একই নামে অন্য এক ব্যক্তি এখানে চাকরি করছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, একই নামে একই সমস্ত নথি রয়েছে দু’জনেরই। কীভাবে এটা সম্ভব, তা জানা নেই। তবে বিষয়টি আমাদের নজরে আসতেই নবনিযুক্ত ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাঁকে পদত্যাগ করতে বলা হয়। ইতিমধ্যেই তিনি মেল করে পদত্যাগ করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।