সংবাদদাতা, বজবজ: এক যৌনকর্মীকে খুন করার অভিযোগ বজবজ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকাতে। মৃতার নাম অপর্ণা গায়েন (৩৫)। বিগত ২২ বছর ধরে ওই যৌনকর্মী বজবজের এই নিষিদ্ধপল্লিতে থাকলেও তাঁর মূল বাড়ি ক্যানিংয়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মহিলার এক মেয়ে আছেন। বজবজে তাঁর বিয়ে হয়েছে। বৃহস্পতিবার মেয়ের বাড়িতেই ছিলেন তিনি। রাতে লিভ-ইন পার্টনার বিকি তাঁকে ডেকে নিয়ে আসেন নিষিদ্ধপল্লিতে। তারপরই উভয়ের মধ্যে বাদানুবাদ শুরু হয়। গভীর রাতে বিকি বাইরে বেরিয়ে সকলকে ডেকে বলেন, অপর্ণা গলায় দড়ি দিয়েছেন। তাতে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকালে অপর্ণা গায়েনের বাড়ির লোকজন খুনের অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করে বিকিকে গ্রেপ্তার করেছে পুলিস।