নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনায় সমীক্ষার পর বিডিও অফিসে টাঙানো হয়েছে উপভোক্তাদের নামের তালিকা। তারপরেই শুরু বিতর্ক। যোগ্যরা বঞ্চিত হয়েছেন, এই অভিযোগে শুক্রবার দুপুরে বারাসত ১ বিডিও অফিসে তীব্র ক্ষোভ জানান এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে চলে বিক্ষোভ। তবে, এক্ষেত্রে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর অভিযোগের আঙুল খোদ বিডিওর দিকে। আবাস যোজনায় সার্ভের কাজ হয়েছে বারাসত ১ ব্লকে। ব্লকের অধীনে মোট ৯১৭৪ জন উপভোক্তা ছিলেন। এর মধ্যে ৮৭২২ উপভোক্তার বাড়িতে সমীক্ষা করেছে প্রশাসনের টিম। বিভিন্ন কারণে ৪১২টি বাড়িতে সার্ভে হয়নি। সব শেষে ব্লকের মোট ৪৯২১ জন উপভোক্তার নাম অযোগ্যের তালিকায় উঠে এসেছে। বাড়ি পাবেন ৩৮০১ জন। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সেই নিয়েই এদিন দুপুরে বারাসত ১ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ন’টি পঞ্চায়েতের মানুষ। এক বিক্ষোভকারী কাশিমপুরের হারান দাস বলেন, আমি বাঁশের বেড়া দেওয়া বাড়িতে থাকি। উপভোক্তা হিসেবে আমার নাম থাকলেও আমার বাড়িতে সার্ভে হয়নি। হয়েছে রাস্তায় দাঁড়িয়ে। একদিন রাস্তায় সার্ভের দল কিছু তথ্য জেনেছিল, ব্যাস। দেওয়া হয়নি প্রাপ্তি স্বীকারের ফর্মও। যদিও এ নিয়ে বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলছি। এনিয়ে বারাসতের মহকুমা শাসক সোমা দাস বলেন, খোঁজ নিয়ে দেখছি।