• মোহনপুরে পঞ্চায়েতের মদতে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মোহনপুরে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জমি বেদখল হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের মদতে ওই জমি দখল হচ্ছে। ইতিমধ্যে দু’টি ঘর তৈরি হয়েছে। অথচ, ওই ফাঁকা জমিতে পার্ক তৈরি করার কথা বলা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা শুক্রবার জমি দখল রুখতে বিক্ষোভ দেখান। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, দুই ভূমিহীন ব্যক্তির মাথার উপর ছাদ নেই। মানবিক অবস্থান থেকে তাঁদের ওই জায়গায় বাড়ি বানানোর কথা বলা হয়েছে। আগামী দিনে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে তাঁদের পাট্টা দিয়ে দেওয়া হবে। 


    জানা গিয়েছে, বারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের সাড়ে পাঁচ কাঠা জমি রয়েছে। হঠাৎ কলোনি লাগোয়া সেই জমির কিছুটা অংশে পুকুর রয়েছে। বাকি অংশে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পার্ক তৈরির দাবি জানাচ্ছিলেন। অর্থ এলে পার্ক তৈরি করার আশ্বাসও দিয়েছিল পঞ্চায়েত। আচমকাই সেই জমিতে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসে ওঠেন। 
  • Link to this news (বর্তমান)