নিজস্ব প্রতিনিধি, বারাসত: সদ্য সংস্কার করা হয়েছে অশোকনগরের বিদ্যাধরী খাল। গভীরতা বৃদ্ধি করতে খালের পলি কাটা হয়েছিল। কিন্তু এরপর টানা বৃষ্টিতে খালের ধারের মাটিতে শুরু হয় ধস। খালের ধারে রাস্তা, বসতবাড়ি থেকে শৌচাগারে ফাটল ধরে। কাকপুল এলাকায় প্রায় ৭০টি বাড়ি খালে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গত মানুষের কথা ভেবে স্থানীয় কাউন্সিলার রাজ্য সেচদপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।
অশোকনগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাকপুল গ্রামের পাশ দিয়েই গিয়েছে বিদ্যাধরী খাল। এটি গিয়ে মিশেছে হাড়োয়া খালে। এই খালের পাশের জমিতে বসবাস করে কয়েকশো পরিবার। খালে পলি জমে যাওয়ায় ফি-বছর বৃষ্টির পরে জলমগ্ন হয়ে যায় এলাকা। সেই কারণেই এক বছর আগে বিদ্যাধরী খাল সংস্কার করা হয়েছিল। পলি কেটে খালের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু তার ফলে বিপত্তি ঘটল। দেখা গেল, বৃষ্টির পরে খালের ধারের মাটিতে ধস নামতে শুরু করেছে। একমাসের মধ্যে মাটিতে ধসের পরিমাণ বেড়ে যায়। কাকপুল গ্রামের খাল সংলগ্ন বাড়িতে দেখা দিয়েছে ফাটল।