রবিবারও বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়? আবহাওয়ার আপডেট
আজ তক | ৩০ নভেম্বর ২০২৪
শীতের মরশুমে আচমকা হানা বৃষ্টি। দক্ষিণ ভারতের একাংশে দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজেল। যার প্রভাবে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। শনিবার শীতের বাংলাতেও বৃষ্টি হচ্ছে। এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। যার জেরে ঠান্ডা ভাব বজায় রয়েছে। যদিও গতকালের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়ল। হাওয়া অফিস জানিয়েছে, রবিবারও বৃষ্টি হতে পারে।
অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৭.৪ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ১০ ডিগ্রি।
কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ।