• দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রপ্তানি কার্য
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রপ্তানি কার্য। রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, শুধু মাত্র ভিন্ রাজ্যের আলু রপ্তানি করা হবে। অভিযোগ, ব্যবসায়ীদের একাংশ সেই নির্দেশিকাকে অমান্য করে বাংলার আলু ভিন্ রাজ্যে রপ্তানি করছিলেন। বিষয়টি ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন।


    আজ, শনিবার হিলি যমুনা সেতুতে পুলিসের তরফে চেকিং করা হয়। পুলিসের নজরে আসে, ভিন্ রাজ্যের আলু বলে রপ্তানির চেষ্টা হলেও আলুর বস্তাগুলিতে যে কোম্পানির ট্যাগ রয়েছে, তা পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থার। এরপরই আলু বোঝাই গাড়িগুলিকে আটকায় পুলিস। প্রমাণ লোপাট করতে আলুর বস্তায় থাকা ট্যাগগুলি ছিঁড়তে হিড়িক পরে যায়। লম্বা লাইনের জেরে অন্যান্য পন্যবাহী গাড়িও আটকে পড়ে। বন্ধ হয়ে যায় রপ্তানি কার্য। এই প্রসঙ্গে জেলা পুলিস সুপার বলেন, “বাংলার আলু কোনও ভাবে ভিন্ রাজ্যে রপ্তানি করা হবে না। আমরা এই বিষয়ে সর্বদা সতর্ক রয়েছি। সমস্ত নথি এবং তথ্য দেখে যদি ভিন্ রাজ্যের আলু হয় তবেই তা রপ্তানির ছাড়পত্র দেওয়া হবে।”
  • Link to this news (বর্তমান)