• জাল পাসপোর্ট তৈরি করে ভারতে অনুপ্রবেশ, পার্কস্ট্রিটে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, নেপথ্যে বড় কোনও চক্র?
    বর্তমান | ৩০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল, শুক্রবার রাতে পার্কস্ট্রিট এলাকার একটি হোটেল থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে খবর, গত দু’বছর ধরে জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করে ওই যুবক ভারতে বসবাস করছিলেন। মাস চারেক আগে তিনি কলকাতায় আসেন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রপ্তার করে পার্কস্ট্রিট থানার পুলিস।


    পুলিস জানিয়েছে, ধৃতের নাম সেলিম মাতব্বর (৪২)। তিনি বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা। মাস চারেক আগে তিনি নদীয়া থেকে কলকাতায় আসেন। কলকাতার পার্কস্ট্রিটের মারকুইস স্ট্রিট এলাকার একটি হোটেল তিনি কাজ করতেন। পাশাপাশি জাল নথি এবং পাসপোর্ট তৈরি করার কাজও করতেন ধৃত ওই যুবক। ধৃতের দাবি, তিনি বাংলাদেশে বিএনপি-র একজন সক্রিয় কর্মী ছিলেন। দু’বছর আগে তিনি এক দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘রবি শর্মা’ বলে ভুয়ো একটি নাম নিয়ে কলকাতায় বসবাস করছিলেন ওই যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টে রাজস্থানের একটি ঠিকানা মিলেছে। তবে সেই ঠিকানাও ভুয়ো হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়া তাঁর কাছ থেকে একটি জাল আধর কার্ডও উদ্ধার করেছে পুলিস।  


    তদন্তকারীদের একটি সূত্রের খবর, ধৃতের সঙ্গে কিছু বিএনপি নেতার যোগ মিলেছে। গত দু’বছরে ওই যুবক একাধিক বিএনপি নেতাকে ভারতে থাকার ব্যবস্থা এবং জাল নথি তৈরি করে দিয়েছিলেন বলে খবর। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)