• জনতার জন্য ‘সেবাশ্রয়’, চিকিৎসকদের সুরক্ষার ভার নিজেই নিলেন অভিষেক
    প্রতিদিন | ৩০ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একপক্ষ দাতা, অপরপক্ষ গ্রহীতা। যে কোনও পরিষেবায় উভয়েরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখে একপক্ষের জন্য নতুন কর্মসূচি চালু করলেন সাংসদ। আর অপরপক্ষের সুরক্ষার ভার তিনি নিজের কাঁধেই তুলে নিলেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ‘ডক্টরস কনভেনশন’ অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সুরক্ষায় চালু করলেন বিশেষ হেল্পলাইন নম্বর। তাঁর নির্দেশে তৈরি হল ‘প্রায়োরিটি গ্রুপ’। কোনও ডাক্তার পরিষেবা দিতে গিয়ে সমস্যায় পড়লে ওই হেল্পলাইনের মাধ্যমে সাহায্য চাইলে তা পাবেন, সেই ভরসা দিলেন অভিষেক নিজে। আর জনতার স্বাস্থ্য পরিষেবায় তাঁর সংযোজন, ‘সেবাশ্রয়’ কর্মসূচি। যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০০ স্বাস্থ্যশিবির।
  • Link to this news (প্রতিদিন)